ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৫৩ ফিলিস্তিনির

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 36

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, দখলদারদের হামলায় নিহত ৫৩ জনের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা। এ ছাড়া হামলায় গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে নতুন আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরে হামলা চালাচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, শুধু গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৭টি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিকে হত্যা করেছে ইসলায়েল। আর তাদের বর্বর হামলায় ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

four + 10 =

ট্যাগস :

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৫৩ ফিলিস্তিনির

আপডেট সময় : ১১:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, দখলদারদের হামলায় নিহত ৫৩ জনের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা। এ ছাড়া হামলায় গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে নতুন আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরে হামলা চালাচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, শুধু গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৭টি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিকে হত্যা করেছে ইসলায়েল। আর তাদের বর্বর হামলায় ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছে।