ইসহাক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার, মিলল চাঞ্চল্যকর তথ্য

- আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 17
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে কৃষক ইসহাক আলী (৭০) হত্যা মামলার মূল আসামি রওশন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মাঠ থেকে হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় ইসহাক আলীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার রওশন আলী সদর উপজেলার নওনতারা ও হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিসুর রহমান জানান, নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রওশন আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রওশন আলী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, নিহত ইসহাক আলীর ছেলে মিলনের স্ত্রীর সঙ্গে রওশন আলীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে ইসহাক আলী আপত্তি জানান। এ কারণেই গোপন সম্পর্ক ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আনিসুর রহমান বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে পুরো বিষয়টি পরিষ্কার হবে।
এদিকে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















