ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন বিএনপি নেতার পদ তিন মাসের জন্য স্থগিত

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 150
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ পাওয়া চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির তিন নেতাকে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতের নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রাউজানের অভিযুক্ত তিন নেতার পদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় বিএনপি।

দলীয় পদে স্থগিতাদেশ পাওয়া তিন বিএনপি নেতা হলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও প্রাথমিক সদস্য সামির কাদের চৌধুরী।

একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও একই অভিযোগে শোকজ পেয়েছিলেন। তবে তিনি সতর্ক বার্তা পেয়ে পদ রক্ষা করতে পারলেও তাঁর ছেলে সামির কাদের চৌধুরীকে তিন মাসের জন্য পদ স্থগিতাদেশ দেওয়া হয়।

দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘ গত ৫ নভেম্বর আপনাদের বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়। সুতরাং আপনাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।

৫ নভেম্বর দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বাক্ষরিত শোকজে অভিযোগ করে বলা হয়, ‘আপনাদের চারজনের বিরুদ্ধে তালিকা করে প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা চাঁদা আদায়, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এতে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এবং তিন দিনের মধ্যে জবাব দিতে হবে।’ এরপর গতকাল বিকেলে চিঠির জবাব সন্তোষজনক নয় উল্লেখ করে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়।

এসব সাংগঠনিক ব্যবস্থার চিঠি অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট সংগঠনের শাখাপ্রধানদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

17 − 5 =

চট্টগ্রামে তিন বিএনপি নেতার পদ তিন মাসের জন্য স্থগিত

আপডেট সময় : ১২:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ পাওয়া চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির তিন নেতাকে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতের নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রাউজানের অভিযুক্ত তিন নেতার পদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় বিএনপি।

দলীয় পদে স্থগিতাদেশ পাওয়া তিন বিএনপি নেতা হলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও প্রাথমিক সদস্য সামির কাদের চৌধুরী।

একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও একই অভিযোগে শোকজ পেয়েছিলেন। তবে তিনি সতর্ক বার্তা পেয়ে পদ রক্ষা করতে পারলেও তাঁর ছেলে সামির কাদের চৌধুরীকে তিন মাসের জন্য পদ স্থগিতাদেশ দেওয়া হয়।

দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘ গত ৫ নভেম্বর আপনাদের বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়। সুতরাং আপনাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।

৫ নভেম্বর দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বাক্ষরিত শোকজে অভিযোগ করে বলা হয়, ‘আপনাদের চারজনের বিরুদ্ধে তালিকা করে প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা চাঁদা আদায়, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এতে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এবং তিন দিনের মধ্যে জবাব দিতে হবে।’ এরপর গতকাল বিকেলে চিঠির জবাব সন্তোষজনক নয় উল্লেখ করে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়।

এসব সাংগঠনিক ব্যবস্থার চিঠি অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট সংগঠনের শাখাপ্রধানদের।