ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নুরের সর্বশেষ অবস্থা জানাল ঢাকা মেডিকেল কলেজ

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 51

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের একজন চিকিৎসক নুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, নুরুল হক নুরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সোডিয়াম লেভেলের থেকে কম আছে নুরের শরীরে। এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। তখন আলাদা ব্যবস্থা নিতে হবে।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। তাতে দেখা গেছে, তার মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতিসামান্য। তার চোখ, মুখ ফোলা রয়েছে। চোখেও রক্তজমে আছে।

তিনি আরও বলেন, সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, ক্যাজুয়েলেটি বিভাগের চিকিৎসকরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসারা তাকে পর্যবেক্ষণ করেছে। তবে তার কোনো অস্ত্রোপচার লাগবে না বলে মনে করছে বোর্ড।

ডা. মোস্তাক বলেন, এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সভায় বসার কথা রয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরুল হকের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। নাকের বোন ভেঙে গেছে। ডান চোখে দেখতে পারছেন না তিনি। স্বাভাবিক চলাচল কখন করতে পারবেন সেটি বলা যাচ্ছে না।

ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

twenty + sixteen =

ট্যাগস :

নুরের সর্বশেষ অবস্থা জানাল ঢাকা মেডিকেল কলেজ

আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের একজন চিকিৎসক নুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, নুরুল হক নুরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সোডিয়াম লেভেলের থেকে কম আছে নুরের শরীরে। এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। তখন আলাদা ব্যবস্থা নিতে হবে।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। তাতে দেখা গেছে, তার মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতিসামান্য। তার চোখ, মুখ ফোলা রয়েছে। চোখেও রক্তজমে আছে।

তিনি আরও বলেন, সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, ক্যাজুয়েলেটি বিভাগের চিকিৎসকরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসারা তাকে পর্যবেক্ষণ করেছে। তবে তার কোনো অস্ত্রোপচার লাগবে না বলে মনে করছে বোর্ড।

ডা. মোস্তাক বলেন, এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সভায় বসার কথা রয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরুল হকের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। নাকের বোন ভেঙে গেছে। ডান চোখে দেখতে পারছেন না তিনি। স্বাভাবিক চলাচল কখন করতে পারবেন সেটি বলা যাচ্ছে না।

ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই।

এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।