নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 18
নেপালের মাউন্ট ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী ও দুইজন নেপালি গাইড রয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত বিদেশি পর্বতারোহীদের পরিচয় ও জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকেই নেপালে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং বেশ কয়েকটি এলাকায় তুষারঝড়ের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়।
থাপা জানান, মঙ্গলবার ভোরে আবারও উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে।
মাউন্ট ইয়ালুং রি ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতার একটি শৃঙ্গ, যা সাধারণত নতুন পর্বতারোহীদের জন্য তুলনামূলকভাবে সহজ হিসেবে বিবেচিত হয়। নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টও রয়েছে।



















