ভাড়া বাসায় ফ্যানে ঝুলছিল আইনজীবী, পাশে পড়ে ছিল চিরকুট

- আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 30
ঝালকাঠিতে শামীম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মধ্য চাঁদকাঠি এলাকায় তার ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চিঠিতে শামীম লিখেছেন ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দেবেন।’
নিহত শামীম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্বজনদের দেওয়া সংবাদে রাতেই ওই কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনায় একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




















