অসঙ্গতি আছে, তবে নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

- আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 50
দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচন নিয়ে এরই মধ্যে অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে নিজের ভোটপ্রদানের পর তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
আরিফুল্লাহ আদিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি। সাবেক শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূত আনাগোনা দেখা যাচ্ছে। কিছু হলে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে। এটা পূর্বে নেওয়া সিদ্ধান্ত পরিপন্থী। তবে অবাধ সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব।
তিনি আরও বলেন, সালাম-বরকত হলে ১০১টি অতিরিক্ত ব্যালটের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন। সিদ্ধান্ত হয়েছিল কোনো অতিরিক্ত ব্যালট পেপার যাবে না কোনো হলে। হলে অতিরিক্ত ব্যালট পাঠানো আমাদের চিন্তায় ফেলছে।
শিবিরের এই ভিপি প্রার্থী বলেন, ডোপ টেস্টের রেজাল্ট দেয়নি প্রশাসন, দ্রুত প্রকাশ করতে হবে। যে অসঙ্গতিগুলো হচ্ছে, আশা করি দ্রুত দূর করবে প্রশাসন। সুষ্ঠু ভোট হলে পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করবে আমাদের প্যানেল।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।




















