ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবার চোট, বদলি হিসেবে নেমে নেইমার মাঠ ছাড়লেন বদলি হয়ে

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 70
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেইমার আর চোট যেন সমার্থক শব্দই হয়ে গেছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। সর্বশেষ চোটের কারণে এক বছরেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহেই চোট কাটিয়ে মাঠে ফেরেন সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরতে না ফিরতেই আবার চোটে পড়লেন।

মাঠে ফেরার পর গতকাল আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল হিলালের কোচ তাঁকে মাঠে নামিয়েছিলেন বদলি হিসেবে, ৫৮ মিনিটে। কিন্তু ৮৬ মিনিটে তাঁকে বদলি করতে হয়। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।

নেইমার আর চোট যেন সমার্থক শব্দ হয়ে গেছে
নেইমার আর চোট যেন সমার্থক শব্দ হয়ে গেছেইনস্টাগ্রাম

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার যখন মাঠে নেমেছিলেন, আলেক্সান্দর মিত্রোভিচের জোড়া গোলে আল হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ ছাড়ার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আল হিলালও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি  এস্তেগলাল এফসির বিপক্ষে ৩-০ গোলেই জিতেছে।

ম্যাচের ৮৪ মিনিটের সময় নেইমার ঊরুতে সমস্যা অনুভব করেন। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু মাঠে আর নামতে পারেননি। মিনিট দুয়েক পর তাঁকে তুলে নেন আল হিলালের কোচ। এর আগে নেইমার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন হাঁটুর লিগামেন্টের চোটের কারণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবার চোট, বদলি হিসেবে নেমে নেইমার মাঠ ছাড়লেন বদলি হয়ে

আপডেট সময় : ১২:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নেইমার আর চোট যেন সমার্থক শব্দই হয়ে গেছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। সর্বশেষ চোটের কারণে এক বছরেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহেই চোট কাটিয়ে মাঠে ফেরেন সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরতে না ফিরতেই আবার চোটে পড়লেন।

মাঠে ফেরার পর গতকাল আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল হিলালের কোচ তাঁকে মাঠে নামিয়েছিলেন বদলি হিসেবে, ৫৮ মিনিটে। কিন্তু ৮৬ মিনিটে তাঁকে বদলি করতে হয়। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।

নেইমার আর চোট যেন সমার্থক শব্দ হয়ে গেছে
নেইমার আর চোট যেন সমার্থক শব্দ হয়ে গেছেইনস্টাগ্রাম

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার যখন মাঠে নেমেছিলেন, আলেক্সান্দর মিত্রোভিচের জোড়া গোলে আল হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ ছাড়ার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আল হিলালও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি  এস্তেগলাল এফসির বিপক্ষে ৩-০ গোলেই জিতেছে।

ম্যাচের ৮৪ মিনিটের সময় নেইমার ঊরুতে সমস্যা অনুভব করেন। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু মাঠে আর নামতে পারেননি। মিনিট দুয়েক পর তাঁকে তুলে নেন আল হিলালের কোচ। এর আগে নেইমার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন হাঁটুর লিগামেন্টের চোটের কারণে।