আরও মামলায় গ্রেপ্তার আনিসুল, ইনু, মেনন ও নজিবুর
- আপডেট সময় : ১২:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / 37
পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার সকালে এই আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর দুজন হলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান।
আজ সকাল সাড়ে ৭টার পর চারজনকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। সকাল ৯টার দিকে তাঁদের আদালতের এজলাসকক্ষে তোলা হয়।
শাহবাগ থানায় দায়ের করা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত এই আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক বাদী হয়ে গত ২৩ নভেম্বর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব নজিবুর রহমানকে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের এক দলীয় কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।
গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। তাঁর বিরুদ্ধে ৫৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় তাঁর মোট ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। চার মামলায় তাঁর মোট ২১ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
২৬ আগস্ট গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। পাঁচ মামলায় তাঁর মোট ২৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
সাবেক সচিব নজিবুর রহমান ৭ অক্টোবর গ্রেপ্তার হন। একটি হত্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।