ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 7
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির সময় গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ১৭ বস্তা চালসহ এক ডিলারকে আটক করা হয়। আটক ওই ডিলারের নাম মোহাম্মদ আফজাল হোসেন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ওএমএস কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১৭ বস্তা (প্রায় ১ হাজার কেজি) চাল উত্তোলন করেন ডিলার আফজাল হোসেন। এরপর তিনি চালগুলো কলেজ মোড় এলাকায় নিয়ে গিয়ে বস্তা পরিবর্তনের মাধ্যমে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ডিলার আফজাল হোসেন এর আগেও একাধিকবার সরকারি চাল নিয়ে অনিয়ম করেছেন, তবে রাজনৈতিক পরিচয়ের কারণে বরাবরই পার পেয়ে গেছেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, সরকারি চাল কালোবাজারে বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাদশাহ আলম বলেন, আটককৃত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে চালসহ পুলিশে সোপর্দ ও খাদ্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

11 − 6 =

ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির সময় গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ১৭ বস্তা চালসহ এক ডিলারকে আটক করা হয়। আটক ওই ডিলারের নাম মোহাম্মদ আফজাল হোসেন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ওএমএস কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১৭ বস্তা (প্রায় ১ হাজার কেজি) চাল উত্তোলন করেন ডিলার আফজাল হোসেন। এরপর তিনি চালগুলো কলেজ মোড় এলাকায় নিয়ে গিয়ে বস্তা পরিবর্তনের মাধ্যমে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ডিলার আফজাল হোসেন এর আগেও একাধিকবার সরকারি চাল নিয়ে অনিয়ম করেছেন, তবে রাজনৈতিক পরিচয়ের কারণে বরাবরই পার পেয়ে গেছেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, সরকারি চাল কালোবাজারে বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি আরও বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাদশাহ আলম বলেন, আটককৃত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে চালসহ পুলিশে সোপর্দ ও খাদ্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ডিলার মোহাম্মদ আফজাল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।