খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / 11
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জিরো মাইল–সংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার মুখে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. রাকিব নামের আরও এক আরোহী গুরুতর আহত হন। হতাহত দুজনের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা ফিরোজকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।