ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা চলছেই, একদিনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 4

দীর্ঘ ২১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের ভয়ংকর আগ্রাসনের শিকার গাজাবাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।

ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিক। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় ৫৮ হাজার ৬০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে নিহতের সংখ্যা।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৫২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

এদিকে ক্ষুধা-তৃষ্ণায় জর্জরিত গাজাবাসীকে প্রাণ দিতে হচ্ছে সামান্য একটু ত্রাণের জন্য হাত পাততে গিয়েও। নিজেদের ত্রাণকেন্দ্র খুলে কাছে টানার পর ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে দখলদার বাহিনী। এক কথায়, ইসরায়েলি ও মার্কিন ত্রাণকেন্দ্রগুলো সাক্ষাৎ মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এভাবে গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮৫১ জন ফিলিস্তিনি; আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, মাঝে দুই মাস যুদ্ধবিরতির পঅর গত ১৮ মার্চ গাজায় নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত গাজায় ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী; আহত করেছে আরও ২৭ হাজার ৫৬৬ জনকে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

one + four =

ট্যাগস :

গাজায় গণহত্যা চলছেই, একদিনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দীর্ঘ ২১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের ভয়ংকর আগ্রাসনের শিকার গাজাবাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।

ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিক। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় ৫৮ হাজার ৬০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে নিহতের সংখ্যা।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৫২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

এদিকে ক্ষুধা-তৃষ্ণায় জর্জরিত গাজাবাসীকে প্রাণ দিতে হচ্ছে সামান্য একটু ত্রাণের জন্য হাত পাততে গিয়েও। নিজেদের ত্রাণকেন্দ্র খুলে কাছে টানার পর ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে দখলদার বাহিনী। এক কথায়, ইসরায়েলি ও মার্কিন ত্রাণকেন্দ্রগুলো সাক্ষাৎ মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এভাবে গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮৫১ জন ফিলিস্তিনি; আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, মাঝে দুই মাস যুদ্ধবিরতির পঅর গত ১৮ মার্চ গাজায় নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত গাজায় ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী; আহত করেছে আরও ২৭ হাজার ৫৬৬ জনকে।