ঘোড়ার গাড়িতে স্মরণীয় বিদায় ২ শিক্ষকের

- আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 60
দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনের পর অবসর নেওয়া দুই সিনিয়র শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদায় উপলক্ষে আয়োজন করা হয় স্মৃতিচারণ সভা ও ঘোড়ার গাড়িতে করে শহর প্রদক্ষিণ।
রোববার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় জানানো হয়, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩০ বছর ৯ মাস ১৬ দিন এবং সিনিয়র শিক্ষক প্রাণকৃষ্ণ সাহা প্রায় ২৯ বছর ধরে শিক্ষকতা করেছেন।
প্রাণকৃষ্ণ সাহার শেষ কর্মদিবস ছিল রোববার, আর মোশারফ হোসেন চলতি বছরের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।

শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, বিদায়ী দুই শিক্ষককে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে শহর ঘুরিয়ে বিদায় দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা পদযাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানান। পরে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, স্যাররা চলে যাচ্ছেন—এটা আমাদের জন্য খুব কষ্টের। আমরা ভাবতেই পারিনি এসএসসি পরীক্ষার আগে তারা বিদায় নেবেন।
বিদায়ী শিক্ষক মোশারফ হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘ চাকরিজীবনে এমন বিদায় কখনো পাইনি। এটা আমার জন্য দারুণ এক প্রাপ্তি।
অন্যদিকে প্রাণকৃষ্ণ সাহা জানান, এই বিদ্যালয়ে আগে কোনো শিক্ষককে এভাবে বিদায় দেওয়া হয়নি। আমি সত্যিই অভিভূত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন বলেন, আজ আমরা দুই রত্নকে বিদায় দিলাম। যদিও অবসর অনিবার্য, তবুও এই বিদায়কে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়ির বিশেষ আয়োজন করা হয়েছে।




















