ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি মনির গ্রেপ্তার

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 5

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার আসামি মিঠু কাজী হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলার ঘটনার পর হতে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, মোবারক কাজীসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়া মামলার আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

গেল বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, আসামিকে রাতেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে নিয়ে আসা হবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

four + eighteen =

ট্যাগস :

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি মনির গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনির হোসেন মিঠু কাজীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার আসামি মিঠু কাজী হাজীগঞ্জ উপজেলা সদরের টোরাগড় এলাকার কাজী বাড়ির মৃত হেন্দু মিয়া কাজীর ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলার ঘটনার পর হতে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি, মোবারক কাজীসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়া মামলার আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

গেল বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, আসামিকে রাতেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে নিয়ে আসা হবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।