ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুনে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি 

আহাদুল ইসলাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 11
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল কোপা দেল রের ফাইনালেই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দাবি করে আসছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলেও চাকরি হারাতে পারেন আনচেলত্তি, আর এই সুযোগটাই নিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাই সকলে চোখ ছিল কোপা দেল রের ফাইনালে। এবার নিউইয়র্ক ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। রিপোর্ট অনু্যায়ী, কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন আগামী জুনে এবং এরপর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন, তবুও অনানুষ্ঠানিক সূত্র থেকে দ্য অ্যাথলেটিক জানতে পেরেছে,তিনি ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রেকর্ড পারিশ্রমিকে জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে বিদায় জানাবে আনচেলত্তিকে।

ফাব্রিজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন আসছে জুনের শুরুতেই ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই সুপার কোচের। চার জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। সেই ম্যাচেই অভিষেক হতে পারে আনচেলত্তির।

আনচেলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙ্গতে চলেছে ব্রাজিল কনফেডারেশন। গণমাধ্যমে খবর পারিশ্রমিক হিসেবে তাকে যা দেবে সিবিএফ তা এখন পর্যন্ত কোনো কোচ পাননি। তবে বিশাল অঙ্কের এই অর্থের সত্যিকারের ফিগারটা ঠিক কতো তা নিশ্চিত করতে পারেনি বিশ্ব গণমাধ্যম।

৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড ১৪ বছরের বৈভবের
এদিকে নতুন কোচের খোঁজে রয়েছে রিয়াল। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে বেয়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসোর দিকে নজর রয়েছে তাদের। এ ছাড়াও কিছুদিন আগেই লেভারকুসেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও হয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

two × 1 =

জুনে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি 

আপডেট সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল কোপা দেল রের ফাইনালেই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দাবি করে আসছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলেও চাকরি হারাতে পারেন আনচেলত্তি, আর এই সুযোগটাই নিতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাই সকলে চোখ ছিল কোপা দেল রের ফাইনালে। এবার নিউইয়র্ক ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। রিপোর্ট অনু্যায়ী, কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন আগামী জুনে এবং এরপর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। যদিও ৬৫ বছর বয়সী আনচেলত্তি ডিসেম্বর ২০২৩-এ রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত নবায়ন করেছিলেন, তবুও অনানুষ্ঠানিক সূত্র থেকে দ্য অ্যাথলেটিক জানতে পেরেছে,তিনি ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রেকর্ড পারিশ্রমিকে জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এমনই খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে সব কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদ কবে বিদায় জানাবে আনচেলত্তিকে।

ফাব্রিজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন আসছে জুনের শুরুতেই ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই সুপার কোচের। চার জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। সেই ম্যাচেই অভিষেক হতে পারে আনচেলত্তির।

আনচেলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙ্গতে চলেছে ব্রাজিল কনফেডারেশন। গণমাধ্যমে খবর পারিশ্রমিক হিসেবে তাকে যা দেবে সিবিএফ তা এখন পর্যন্ত কোনো কোচ পাননি। তবে বিশাল অঙ্কের এই অর্থের সত্যিকারের ফিগারটা ঠিক কতো তা নিশ্চিত করতে পারেনি বিশ্ব গণমাধ্যম।

৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড ১৪ বছরের বৈভবের
এদিকে নতুন কোচের খোঁজে রয়েছে রিয়াল। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে বেয়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসোর দিকে নজর রয়েছে তাদের। এ ছাড়াও কিছুদিন আগেই লেভারকুসেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও হয়েছে তাদের।