টেকনাফে নৌকাডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 11
কক্সবাজারের টেকনাফে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট-সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিজিবি।
নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ বিল্লাহ হোসেন।
হাসপাতালের টয়লেটে পড়ে ছিল নবজাতকের মরদেহ
স্থানীয় শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, রোববার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরার সময় ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেনের মরদেহ দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে তারা গিয়ে সাগর থেকে মরদেহ উদ্ধার করে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে নিখোঁজ বিজিবির সদস্যের মরদেহ শাহপরীর দ্বীপের অংশের সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।