দুর্ধর্ষ ডাকাতি, নাতিকে বস্তাবন্দি করে দাদাকে হত্যা

- আপডেট সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 8
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী এক খামারে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা মিয়া নামে এক বৃদ্ধ খামারিকে হত্যা করেছে ডাকাত দল ।
মঙ্গলবার (২০ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটে এ ঘটনা।
চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বসবাস করছিলেন তারা মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু নিয়ে নৌকায় করে পালিয়ে যায় দলটি।
চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।