নিখোঁজের দুদিন পর আড়িয়াল খাঁ নদে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 3
আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে নিখোঁজের দুদিন পর শিবচরে জান্নাতুল আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
এর আগে, গত শনিবার সে চরশ্যামাইল এলাকায় ফুফাতো বোনের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকায় ফুফু বাড়ি থেকে ফুফাতো বোন মেঘলাকে সঙ্গে নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় অসাবধানতাবশত ঢেউ ও স্রোতে তলিয়ে যেতে থাকে দুজন। এ সময় মেঘলা তীরে উঠতে পারলেও স্রোতের টানে জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে মেঘলা বাড়িতে গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে জান্নাতকে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর। রোববার (৪ মে) সারাদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি। সোমবার সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুদিন পর আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। গত দুদিনে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেছেন। এটি একটি মর্মান্তিক ঘটনা।