নিখোঁজের ১১ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 6
মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
জানা যায়, গত ২ জুলাই রাত ১০ টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয়ে গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি দেখতে পান। পরে এনায়েতের পরিবার লাশটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্ব পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২ টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। শরীরের বিভিন্ন চিহ্ন দেখে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।