পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
অপরাধ দৃষ্টি নিউজ
- আপডেট সময় : ০১:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 13
চট্টগ্রামের পটিয়ার জুলির দিঘীরপাড় এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয়ের এক পথচারীর (৬০) মৃত্যু হয়েছে। তাঁর পরনে কালো রঙের প্যান্ট ও গায়ে কালো সোয়েটার ছিল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার চক্রশালা জুলির দিঘীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, নিহত ব্যক্তি প্রায় সময় ওই রাস্তায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবারও তাঁকে ওই এলাকায় দেখা গেছে। আজ ভোর সাড়ে চারটার দিকে তাঁকে দ্রুতগামী কোনো গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।