ফতুল্লায় তরুণকে অটোরিকশায় তুলে নিয়ে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / 8
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে আহমেদ সিয়াম (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টায় শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
সিয়াম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকার বাসিন্দা এবং একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন।
সিয়ামের কয়েকজন সহযোগী দাবি করেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গতকাল রাত ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগনে সায়মন, মেহেদী, ইকরাম, আবদুল্লাহ্, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে সিয়ামকে অটোরিকশায় তুলে তক্কারমাঠ মসজিদ–সংলগ্ন খানকা মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে কুপিয়ে আবার রিকশায় তুলে তাঁকে পাঁচতলা এলাকায় ফেলে যাওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিয়ামের মা কাঞ্চন বেগম সাংবাদিকদের বলেন, গতকাল রাত ১০টার দিকে কয়েকজন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে দুর্বৃত্তরা কুপিয়েছে। কী কারণে তাঁর ছেলেকে কুপিয়েছে, তা তাঁরা জানাতে পারেননি। খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জেরে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আজ শনিবার কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।