ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 9
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০)।

মঙ্গলবার (৮ এপ্রিল) ৫টার দিকে বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী সেজামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে জমিতে কৃষিকাজ করার সময় বিএসএফ সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে সীমান্তের শূন্য রেখায় ফেলে যায়।

স্বজনরা খবর পেয়ে স্থানীয় মুকন্দপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামীর সারা শরীর পিটিয়ে কালো বানিয়ে মেরে ফেলেছে। আমি এখন দুই শিশু সন্তান নিয়ে কোথায় যাব। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মুরাদ ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর তাকে মারধোর করা হয়। তবে তাকে বিএসএফ নাকি চোরাকারবারিরা পিটিয়ে হত্যা করেছে— তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

five − 5 =

বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০)।

মঙ্গলবার (৮ এপ্রিল) ৫টার দিকে বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী সেজামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে জমিতে কৃষিকাজ করার সময় বিএসএফ সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে সীমান্তের শূন্য রেখায় ফেলে যায়।

স্বজনরা খবর পেয়ে স্থানীয় মুকন্দপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামীর সারা শরীর পিটিয়ে কালো বানিয়ে মেরে ফেলেছে। আমি এখন দুই শিশু সন্তান নিয়ে কোথায় যাব। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মুরাদ ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর তাকে মারধোর করা হয়। তবে তাকে বিএসএফ নাকি চোরাকারবারিরা পিটিয়ে হত্যা করেছে— তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।