ব্যাটারি চালিত রিক্সা ও রিক্সার অত্যাচারে রাজধানীতে জানজট।
আহাদুল ইসলাম
- আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / 272
ঢাকা সিটির ব্যাস্ততম এলাকা বঙ্গভবন থেকে র্যাব-৩ এর দৃশ্য, মনেহয় কেউ দেখার নাই।শুধু জয়কালি মন্দির মোড়ে ১ জন মাত্র ট্রাফিক সার্জেন্ট আইলেনের উপর দাড়িয়ে আছেন, ওনার মনে হয় কোন দায়িত্যই নাই। র্যাব-৩ এর সামনে ২জন ট্রাফিকও রাস্তার পাশে দাড়িয়ে আছে, ওনাদের মনেহয় কোন দায়িত্যই নাই, শুধু দায়সারা কাজ করছেন। এছাড়াও ঢাকা দক্ষিনের অন্যান্ন এলাকার ও একই চিত্র। ট্রাফিক পুলিশ দায়সারা দায়িত্য করছেন। এতে যানজটে সাধারন মানুষের কর্মঘন্টা সহ আর্থিক ক্ষতি হচ্ছে। অতএব, ঢাকা দক্ষিনের ট্রাফিক ব্যাবস্থা তদারকি করে সাধারণ মানুষকে যানজটসহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে জনগনের দাবি।