মুষলধারে বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা

- আপডেট সময় : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 32
রাত থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এ জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মতিঝিল, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী, মতিঝিল, বিজয়নগর, মগবাজার, তেজকুনিপাড়া, মোহাম্মদপুর, পুরান ঢাকার কিছু অংশ, ও ধানমন্ডির বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে ফলে আজ সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। বেশ কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার বিকল হওয়ার চিত্র চোখে পড়ে।
আবার কোথাও কোথাও হাঁটু পানি মাড়িয়ে পথচারীদের গন্তব্যে যেতে দেখা গেছে।
পরিবার নিয়ে পূজার ছুটিতে গ্রামে যাবেন সুকান্ত হালদার। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের হাঁটুজলে দাঁড়িয়ে আছেন তিনি, অপেক্ষা করছেন গাবতলী পর্যন্ত যাওয়ার যানবাহন পাওয়ার জন্য।
তিনি বলেন, পরিবার নিয়ে পূজার ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। কিন্তু এখন হাঁটুজলে দাঁড়িয়ে আছি। নারী-শিশুদের নিয়ে বিপাকে আছি। এদিকে বৃষ্টিও থামছে না। ফলে নিজেরাও ভিজতেছি, ব্যাগে থাকা কাপড়ও ভিজে যাচ্ছে।
শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে কথা হয় সিএনজি-অটোচালক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, মিরপুর-১০ থেকে কোনোমতে পানি ঠেলে এ পর্যন্ত এলাম। কিন্তু রাস্তায় পানি বেশি থাকার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন টেনে টেনে নিতে হচ্ছে।
মোহাম্মদপুরের শম্পা রাণী বলেন, ভেবেছিলাম ঢাকেশ্বরীতে যাবো। কিন্তু রাস্তায় বের হয়েই ভিজে গেছি। এখন বাধ্য হয়ে বাসায় ফিরে যাচ্ছি।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি হঠাৎ কোনো স্বাভাবিক আবহাওয়া নয়। এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের অংশ। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) পূর্বেই সতর্ক করেছিল, ‘প্রবাহ’ নামের এই বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং ৫ অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।
জানা গেছে, এটি চলতি বছরের ১৩তম বৃষ্টিবলয় এবং একটি ‘প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়’। তবে এটি সারা দেশে সমানভাবে সক্রিয় না হয়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিরিক্ত সক্রিয় হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটাবে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে প্রবাহটি বেশি সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত হতে পারে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।




















