ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে এক রাতে ছয় ডাকাতি, যা জানা গেল 

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 52
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে দোকান ও বাসা মিলিয়ে মোট ছয় স্থানে হানা দিয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের তালা কাটা শুরু করেন। পরে তালা কাটা শেষে সেখান থেকে চলে যান। এর কয়েক মিনিট পর আবার তারা ফিরে আসেন এবং সাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেটসহ মূল্যবান সামগ্রী লুট করে গাড়িতে তোলেন।

চক্রের তিন সদস্যের কর্মতৎপরতাও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

দেখা গেছে, একজনের পায়ে কেডস। পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসছেন। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় ডাকাতি করে তারা।

এ বিষয়ে মা মনি স্টোরের মালিক আরমান হোসেন বলেন, শুক্রবার সকালে এসে দেখি দোকানের সাটার লাগানো। কিন্তু তালা ভাঙা। ক্যাশবাক্সসহ অনেক মালামাল উধাও।

পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনও ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

তিনি আরও বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামতও সংগ্রহ করেছে। এখন জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

রুবেল মিয়া বলেন, মিরপুরে যেখানে আমার দোকান সেখানে ৩-৪টা পর্যন্ত জমজমাট থাকে। পাশে বেনারশী পল্লী। সেখানে যদি এরকম অবস্থা হয়, তাহলে কোথায় কে নিরাপদ?

এর বাইরে, ৫ নম্বর সড়কের দুটি বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

one + 15 =

রাজধানীতে এক রাতে ছয় ডাকাতি, যা জানা গেল 

আপডেট সময় : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীতে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে দোকান ও বাসা মিলিয়ে মোট ছয় স্থানে হানা দিয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের তালা কাটা শুরু করেন। পরে তালা কাটা শেষে সেখান থেকে চলে যান। এর কয়েক মিনিট পর আবার তারা ফিরে আসেন এবং সাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেটসহ মূল্যবান সামগ্রী লুট করে গাড়িতে তোলেন।

চক্রের তিন সদস্যের কর্মতৎপরতাও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

দেখা গেছে, একজনের পায়ে কেডস। পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসছেন। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় ডাকাতি করে তারা।

এ বিষয়ে মা মনি স্টোরের মালিক আরমান হোসেন বলেন, শুক্রবার সকালে এসে দেখি দোকানের সাটার লাগানো। কিন্তু তালা ভাঙা। ক্যাশবাক্সসহ অনেক মালামাল উধাও।

পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনও ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

তিনি আরও বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামতও সংগ্রহ করেছে। এখন জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

রুবেল মিয়া বলেন, মিরপুরে যেখানে আমার দোকান সেখানে ৩-৪টা পর্যন্ত জমজমাট থাকে। পাশে বেনারশী পল্লী। সেখানে যদি এরকম অবস্থা হয়, তাহলে কোথায় কে নিরাপদ?

এর বাইরে, ৫ নম্বর সড়কের দুটি বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে।