ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 11

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, গত ২৬ জুলাই রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সম্রাট নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে রাজশাহী যাওয়া প্রয়োজন। অথচ বাস পাচ্ছি না। সিএনজিচালিত অটোরিকশা করে ভেঙে ভেঙে রওনা হয়েছি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আমরা স্থানীয়ভাবে মিটিং করেছি। আজকে রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা ১১টায় মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

5 × two =

ট্যাগস :

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

আপডেট সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, গত ২৬ জুলাই রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সম্রাট নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে রাজশাহী যাওয়া প্রয়োজন। অথচ বাস পাচ্ছি না। সিএনজিচালিত অটোরিকশা করে ভেঙে ভেঙে রওনা হয়েছি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আমরা স্থানীয়ভাবে মিটিং করেছি। আজকে রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা ১১টায় মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।