রাতের অভিযানে ঢাকা থেকে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

অপরাধ দৃষ্টি নিউজ
- আপডেট সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 73
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন স্থানে মামলা রয়েছে। কারও কারও নামে একাধিক মামলাও রয়েছে।
টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে।




















