শ্রীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 40
গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে মাদরাসাশিক্ষক আব্দুল মালেককে (২২) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা (উত্তরপাড়া) বাগে জান্নাত নুরানীয়া হাফেজি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী শাখায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন নিপীড়ন (দুই গালে চুমু দেয়) ও ধর্ষণচেষ্টা করে।
অভিযুক্ত মাদরাসা শিক্ষক আব্দুল মালেক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার শিবপুর (লেংগুরা) মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
ওই শিশু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। সে তার বাবার সঙ্গে মাওনা (উত্তরপাড়া) এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদরাসায় নুরানী বিভাগে পড়াশোনা করতো।
ভিকটিমের বাবা জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী বিভাগে মেয়েকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টা করে। এ সময় তার চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। এরপর মেয়ে মাদরাসায় যেতে চায় না। পরে তারা বাবা তাকে মারধর করে। শনিবার (৮ মার্চ) রাতে ঘটনা খুলে বললে তারা পুলিশকে জানায়।
শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমত উল্লাহ জানান, ঘটনা প্রকাশের পর স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে মাদরাসা পরিচালক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) শামীম আকতার বলেন, ধর্ষণচেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন। আসামি আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।