ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের পাশে খালে উল্টে পড়ল বাস, গণঅধিকারের নেতাসহ আহত সবাই

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 53

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে খালে উল্টে পড়েছে একটি বাস। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বাসের সব যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

গণঅধিকার পরিষদের এ নেতা লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

13 + three =

ট্যাগস :

সড়কের পাশে খালে উল্টে পড়ল বাস, গণঅধিকারের নেতাসহ আহত সবাই

আপডেট সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে খালে উল্টে পড়েছে একটি বাস। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বাসের সব যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

গণঅধিকার পরিষদের এ নেতা লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।