ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে এলাকাবাসীর হাতে ডাকাত দলের ২ সদস্য আটক

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 16
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার রাত দেড়টার দিকে ডাকাতদের আটক করে গ্রামবাসী। পরে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতরা চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের কাজে বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

এরই সূত্রধরে পৌরবাসী সোমবার রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবারও এলাকায় এসেছে, এমন খবর পেয়ে মুঠোফোন ও অনলাইনে সকলকে সতর্ক করে। পরে এলাকাবাসী সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের ২ সদস্য জাহের আলী (৪৭), ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা এবং উভয়ের গ্রাম রাইজদিয়াতে। আটকের পর জিজ্ঞাসা করলে দুজনই স্বীকারোক্তি দেয় গত রোববার রাতে মামুনের বাড়িতে ডাকাতির ঘটনাটি তারাই করেছিল। এলাকাবাসী পরবর্তীতে তাদেরকে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, ঘটনাস্থল থেকে দুজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতোমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

1 × 4 =

সোনারগাঁয়ে এলাকাবাসীর হাতে ডাকাত দলের ২ সদস্য আটক

আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির ঘটনায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার রাত দেড়টার দিকে ডাকাতদের আটক করে গ্রামবাসী। পরে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতরা চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের কাজে বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

এরই সূত্রধরে পৌরবাসী সোমবার রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবারও এলাকায় এসেছে, এমন খবর পেয়ে মুঠোফোন ও অনলাইনে সকলকে সতর্ক করে। পরে এলাকাবাসী সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের ২ সদস্য জাহের আলী (৪৭), ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা এবং উভয়ের গ্রাম রাইজদিয়াতে। আটকের পর জিজ্ঞাসা করলে দুজনই স্বীকারোক্তি দেয় গত রোববার রাতে মামুনের বাড়িতে ডাকাতির ঘটনাটি তারাই করেছিল। এলাকাবাসী পরবর্তীতে তাদেরকে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, ঘটনাস্থল থেকে দুজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতোমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হবে।