স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১১
- আপডেট সময় : ১২:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 84
স্পেনে পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃত মানুষের সংখ্যা বেড়ে ২১১–এ পৌঁছেছে। উদ্ধার কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যায় মৃত মানুষের এই সংখ্যা নিশ্চিত করেছেন। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটিতে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে বিভিন্ন এলাকা। এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেই সুপেয় পানির সরবরাহ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মানুষের জীবন বাঁচানো।’
গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির জেরে স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক ও ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে বা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।
বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক পালন করা হয়েছে। বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গত বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।