চট্টগ্রামে জুস কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

- আপডেট সময় : ০১:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 187
চট্টগ্রামের খুলশী এলাকায় একটি জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই কারখানাটি খুলশীর ইয়াকুব হাউজিংয়ের এভারকেয়ার অ্যাগ্রো ডেইরি ফার্মের একটি ভবনের দোতলায় অবস্থিত।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোতলা ওই ভবনে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নেভানো হয় সকাল ৮টার দিকে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, আগুন লাগার কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করতে সক্ষম হন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।