ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 166

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

নিহত দুজন হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেন (৩২) ও মহাসিন মল্লিক (৪০)। ইসমাইল ব্যবসায়ী। উপজেলার পুড়াখালী গ্রামের ফকিরবাগান মোড় এলাকায় তাঁর রড, সিমেন্ট ও স্যানিটারি পণ্যের দোকান আছে। সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন মহাসিন।

ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে মহাসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন আর পেছনে ছিলেন ইসমাইল। নড়াইলগামী একটি ট্রাক সামনের দিক থেকে তাঁদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী জড়ো হয়ে ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

এ ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

nineteen − 11 =

ট্যাগস :

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

নিহত দুজন হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেন (৩২) ও মহাসিন মল্লিক (৪০)। ইসমাইল ব্যবসায়ী। উপজেলার পুড়াখালী গ্রামের ফকিরবাগান মোড় এলাকায় তাঁর রড, সিমেন্ট ও স্যানিটারি পণ্যের দোকান আছে। সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন মহাসিন।

ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে মহাসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন আর পেছনে ছিলেন ইসমাইল। নড়াইলগামী একটি ট্রাক সামনের দিক থেকে তাঁদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী জড়ো হয়ে ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

এ ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।