ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে বাসে আগুন, সাবেক নেতার ওপর যুবদলের নিষেধাজ্ঞা

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 75
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় মাসিক চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সংগঠনের সব ধরনের কর্মসূচি থেকে নিষিদ্ধ করেছে জেলা যুবদল।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা সদর উপজেলা যুবদলের অধীনস্থ মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোনো পদে নাই) রানু বিশ্বাস সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের সকল পর্যায়ের কর্মসূচি থেকে তাকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এমন কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্তের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশও দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন; সাবেক নেতা। সম্প্রতি ওই এলাকায় যুবদলের কমিটি হয়েছে, সেটিতেও তিনি কোনো পদে নেই। এ ক্ষেত্রে তাকে বহিষ্কার আমরা করতে পারি না। তবে, সে যেন দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে না জড়ায় সেজন্য বিষয়টি পরিষ্কার করতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় লেবাসে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। এটি সবার জন্য মেসেজ হিসেবে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। এসময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ডাকাডাকি করলে এলাকাবাসী আগুন নেভান। এতে ৬ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকের। এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী বাসমালিক এনামুল হক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

nineteen + sixteen =

চাঁদা না পেয়ে বাসে আগুন, সাবেক নেতার ওপর যুবদলের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

পাবনায় মাসিক চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সংগঠনের সব ধরনের কর্মসূচি থেকে নিষিদ্ধ করেছে জেলা যুবদল।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা সদর উপজেলা যুবদলের অধীনস্থ মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোনো পদে নাই) রানু বিশ্বাস সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের সকল পর্যায়ের কর্মসূচি থেকে তাকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এমন কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্তের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশও দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন; সাবেক নেতা। সম্প্রতি ওই এলাকায় যুবদলের কমিটি হয়েছে, সেটিতেও তিনি কোনো পদে নেই। এ ক্ষেত্রে তাকে বহিষ্কার আমরা করতে পারি না। তবে, সে যেন দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে না জড়ায় সেজন্য বিষয়টি পরিষ্কার করতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় লেবাসে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। এটি সবার জন্য মেসেজ হিসেবে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। এসময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ডাকাডাকি করলে এলাকাবাসী আগুন নেভান। এতে ৬ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকের। এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী বাসমালিক এনামুল হক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।