পাহাড়ে অপহৃতদের উদ্ধারে শ্বাসরুদ্ধকর অভিযান, যা ঘটল

- আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 16
খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানা থেকে ৭ জনকে আটক করার খবর পাওয়া গেলেও এর সত্যতা কেউ নিশ্চিত করেনি।
সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় শ্বাসরুদ্ধকর এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার একটি বাড়িতে ভোরে অভিযান চালানো হয়। এ সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র, বই, গুলি, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ ৫ শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস।
অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।