দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

- আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 5
দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ মে) রাত সাড়ে ৮ দিকে কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের কাশিপুর ইটভাটার সামনে একই মোটরসাইকেলে তিনজন আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) অপরজন মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)। আহত ব্যক্তির নাম ফিরোজুল ইসলাম
কাহারোল থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ব্যক্তির নাম ফিরোজুল ইসলাম। তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের স্বজনরা জানান, তিনজন একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনা স্থলে দু’জন নিহত হন। গুরুতর আহত ব্যক্তিকে পথচারীরা চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।