ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আনচেলত্তির নিয়োগ নিয়ে কড়া বার্তা ব্রাজিল প্রেসিডেন্টের

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 3
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা নাটকীয়তার কার্লো আনচেলত্তিকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিতে পেরেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৬ মে থেকে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করবেন এই ইতালিয়ান কোচ। তবে আনচেলত্তির নিয়োগ নিয়ে খুশি হতে পারেনি  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তার মতে ব্রাজিলের জাতীয় দলকে কোচিং করাতে বিদেশিদের প্রয়োজন নেই। লুলার করা মন্তব্যের একটি ভিডিও ব্রাজিলিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে।

চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না… তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য।

তবে আনচেলত্তিকে ‘চমৎকার টেকনিশিয়ান’ হিসেবে বর্ণনা করেন লুলা। তিনি বলেন, আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন—প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’
এর আগে ২০২৩ সালে আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। যা কয়েক বছর ধরেই আলোচনায় ছিল।

লুলা বলেছিলেন, আনচেলত্তি কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?

১৯৬৫ সালের পর প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে প্রস্তুত করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। যা ইকুয়েডর, উরুগুয়ে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কম।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

1 + four =

আনচেলত্তির নিয়োগ নিয়ে কড়া বার্তা ব্রাজিল প্রেসিডেন্টের

আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নানা নাটকীয়তার কার্লো আনচেলত্তিকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দিতে পেরেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৬ মে থেকে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করবেন এই ইতালিয়ান কোচ। তবে আনচেলত্তির নিয়োগ নিয়ে খুশি হতে পারেনি  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তার মতে ব্রাজিলের জাতীয় দলকে কোচিং করাতে বিদেশিদের প্রয়োজন নেই। লুলার করা মন্তব্যের একটি ভিডিও ব্রাজিলিয়ান মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে।

চীনে সাংবাদিকদের লুলা বলেন, সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে কিছু বলছি না… তবে আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ রয়েছেন, যারা সেলেসাওদের পরিচালনা করার যোগ্য।

তবে আনচেলত্তিকে ‘চমৎকার টেকনিশিয়ান’ হিসেবে বর্ণনা করেন লুলা। তিনি বলেন, আমি আশা করি তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারবেন—প্রথমে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এবং তারপর সম্ভব হলে জয়ী হতে।’
এর আগে ২০২৩ সালে আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। যা কয়েক বছর ধরেই আলোচনায় ছিল।

লুলা বলেছিলেন, আনচেলত্তি কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিলেন না.. কেন ইতালির সমস্যাগুলো সমাধান করেন না, যে দল ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?

১৯৬৫ সালের পর প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলকে প্রস্তুত করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা আঞ্চলিক লড়াইয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। ১৪ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ২১ পয়েন্ট। যা ইকুয়েডর, উরুগুয়ে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে কম।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ ৬ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।