ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিউ মার্কেট থেকে অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 83

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা কোনো গৃহস্থালির কাজে নয়—বরং হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।

শনিবার (৯ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে ৩টি দোকান থেকে ৯ জনকে আটক করা হয়। তারা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাতের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—নিউ মার্কেটের কয়েকটি দোকান গোপনে এসব সামুরাই ও ছুরি মজুদ রাখত এবং কুরিয়ারের মাধ্যমে কিশোর গ্যাংদের কাছে পৌঁছে দিত।

তিনি বলেন, গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যাকাণ্ড, আহত ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোকানগুলো প্রকাশ্যে অন্য পণ্য বিক্রি করলেও অস্ত্রগুলো লুকিয়ে রাখা হতো গুদামে। এছাড়া ধারাবাহিক অভিযানে ইতিমধ্যে ৩০৬টি আগ্নেয়াস্ত্র, ৮২১৫ রাউন্ড গুলি এবং শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে; শত শত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীও গ্রেপ্তার হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে এসব ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

eighteen − 8 =

ট্যাগস :

নিউ মার্কেট থেকে অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো

আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা কোনো গৃহস্থালির কাজে নয়—বরং হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।

শনিবার (৯ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে ৩টি দোকান থেকে ৯ জনকে আটক করা হয়। তারা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাতের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—নিউ মার্কেটের কয়েকটি দোকান গোপনে এসব সামুরাই ও ছুরি মজুদ রাখত এবং কুরিয়ারের মাধ্যমে কিশোর গ্যাংদের কাছে পৌঁছে দিত।

তিনি বলেন, গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যাকাণ্ড, আহত ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোকানগুলো প্রকাশ্যে অন্য পণ্য বিক্রি করলেও অস্ত্রগুলো লুকিয়ে রাখা হতো গুদামে। এছাড়া ধারাবাহিক অভিযানে ইতিমধ্যে ৩০৬টি আগ্নেয়াস্ত্র, ৮২১৫ রাউন্ড গুলি এবং শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে; শত শত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীও গ্রেপ্তার হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে এসব ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে।