ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ চালকের মরদেহ মিলল পরিত্যক্ত ভবনে

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 33

বাগেরহাটে একটি খামারের পরিত্যক্ত ভবন থেকে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মোল্লার (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর থানার ওসি মাহমুদ-উল-হাসান।

ইজিবাইক চালক শহিদুল পিরোজপুর জেলার নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে বাগেরহাট শহরের মহিলা কলেজ সড়ক এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যার আগমুহূর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ইফাদ ডেইরি ফার্মের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার সিড়ির নিচে ওই চালকের মরদেহ পাওয়া যায়। তার মুখে স্কচটেপ প্যাচানো ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

খুলনা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। শনিবার বিকেল পৌনে ৪টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে মরদেহ সিড়ির নিচে রেখে ইজিবাইক নিয়ে পালিয়েছে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে বাসা থেকে খেয়ে ইজিবাইক চালাতে বের হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে তার স্ত্রীর মোবাইলফোনে কল দিয়ে  শহিদুলের শ্যালককে ইফাদ ডেইরি ফার্মের সামনে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যে শ্যালক নাসির শেখ ইফাদ ডেইরি ফার্মের সামনে গেলেও শহিদুল মোল্লাকে পায়নি। এরপর থেকেই তারা শহিদুল মোল্লাকে খুঁজতে থাকে। শহিদুল মোল্লার হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

3 + seventeen =

ট্যাগস :

নিখোঁজ চালকের মরদেহ মিলল পরিত্যক্ত ভবনে

আপডেট সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে একটি খামারের পরিত্যক্ত ভবন থেকে নিখোঁজ ইজিবাইক চালক শহিদুল মোল্লার (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর থানার ওসি মাহমুদ-উল-হাসান।

ইজিবাইক চালক শহিদুল পিরোজপুর জেলার নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে বাগেরহাট শহরের মহিলা কলেজ সড়ক এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যার আগমুহূর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ইফাদ ডেইরি ফার্মের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার সিড়ির নিচে ওই চালকের মরদেহ পাওয়া যায়। তার মুখে স্কচটেপ প্যাচানো ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

খুলনা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। শনিবার বিকেল পৌনে ৪টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে মরদেহ সিড়ির নিচে রেখে ইজিবাইক নিয়ে পালিয়েছে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে বাসা থেকে খেয়ে ইজিবাইক চালাতে বের হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে তার স্ত্রীর মোবাইলফোনে কল দিয়ে  শহিদুলের শ্যালককে ইফাদ ডেইরি ফার্মের সামনে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যে শ্যালক নাসির শেখ ইফাদ ডেইরি ফার্মের সামনে গেলেও শহিদুল মোল্লাকে পায়নি। এরপর থেকেই তারা শহিদুল মোল্লাকে খুঁজতে থাকে। শহিদুল মোল্লার হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।