বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

- আপডেট সময় : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 31
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে নির্বাচন শেষ হয়েছে মাত্র এক দিন আগে। নির্বাচনের পর সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হলেও ২৪ ঘণ্টা না যেতেই পরিচালনা পরিষদে এসেছে পরিবর্তন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত দুই পরিচালকের মধ্যে একজনের নাম বদলে গেছে। প্রথমে এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ইশফাক আহসানের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার পর তাকে প্রত্যাহার করে নেয় এনএসসি।
তার পরিবর্তে নতুন করে এনএসসি রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে সিইও হিসেবে কাজ করেছেন।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন রুবাবা দৌলা। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
বিসিবিতে যোগদানের পর নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।




















