পথচারীকে বাঁচাতে গিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 20
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে সোহেব (২৩) ও শাহ আলমের ছেলে ফাহিম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহেব ও ফাহিম মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে জেলা শহর মাইজদী যাচ্ছিল। পথে বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় এক নারী হঠাৎ সড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলচালক সোহেব নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে নিহত হন চালক সোহেব।
মোটরসাইকেলের পেছনে থাকা ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।



















