ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 19

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর দুই দিনের ঢাকায় আসতে পারেন বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। তিনি ঢাকায় আসলে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন।

তারা বলেন, ড. জাকিরের প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এদিকে, জাকির নায়েক ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে পলাতক হাসিনার প্রসঙ্গ টেনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

four × 4 =

ট্যাগস :

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি

আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর দুই দিনের ঢাকায় আসতে পারেন বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। তিনি ঢাকায় আসলে তাকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন।

তারা বলেন, ড. জাকিরের প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এদিকে, জাকির নায়েক ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে পলাতক হাসিনার প্রসঙ্গ টেনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।