ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

অপরাধদৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 36

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমি সেই দায় নিচ্ছি। আমি দুঃখিত।

তিনি আরও বলেন, আগামী ৩ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থীদের আবেদন নেওয়া হবে। এরপর শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

এর আগে, বিদ্যুৎ ও পানির সংকটের কারণে গত ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে বিক্ষোভ শুরু হয়। মূলত তরুণরাই ‘জেন-জি’ ব্যানারে রাজধানী আন্তানানারিভোতে এই আন্দোলন শুরু করে। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে নিহত অন্তত ২২ জন ও শতাধিক আহত হয়েছেন।

পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এতেও আন্দোলন থামেনি। বরং বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট এবং তার পুরো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে মাদাগাস্কার একাধিক বিদ্রোহের কবলে পড়েছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে গণবিক্ষোভ যা প্রাক্তন রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানাকে পদত্যাগ। এরপর ক্ষমতায় আসেন রাজোয়েলিনা।

২০২৩ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাজোয়েলিনার জন্য এটাই সবচেয়ে বড় সংকট। জনমনে সরকারের প্রতি যে অসন্তোষ জমা ছিল, তা এই আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

two × two =

ট্যাগস :

জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমি সেই দায় নিচ্ছি। আমি দুঃখিত।

তিনি আরও বলেন, আগামী ৩ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থীদের আবেদন নেওয়া হবে। এরপর শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

এর আগে, বিদ্যুৎ ও পানির সংকটের কারণে গত ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে বিক্ষোভ শুরু হয়। মূলত তরুণরাই ‘জেন-জি’ ব্যানারে রাজধানী আন্তানানারিভোতে এই আন্দোলন শুরু করে। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে নিহত অন্তত ২২ জন ও শতাধিক আহত হয়েছেন।

পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এতেও আন্দোলন থামেনি। বরং বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট এবং তার পুরো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে মাদাগাস্কার একাধিক বিদ্রোহের কবলে পড়েছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে গণবিক্ষোভ যা প্রাক্তন রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানাকে পদত্যাগ। এরপর ক্ষমতায় আসেন রাজোয়েলিনা।

২০২৩ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাজোয়েলিনার জন্য এটাই সবচেয়ে বড় সংকট। জনমনে সরকারের প্রতি যে অসন্তোষ জমা ছিল, তা এই আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি