ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির প্রতিবাদ

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 14
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, তাঁদের প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকেরা সেখান থেকে চলে গেছেন।

গতকাল বুধবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল দীন।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই সীমান্তের প্রধান পিলার ৮/৫১ নম্বরের উপপিলার লাগোয়া ভারতের ৬০ গজ ভেতরে শূন্যরেখা বরাবর সীমান্তে কাঁটাতারের বেড়া ও সড়কবাতি স্থাপনের কাজ শুরু করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড় শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। তবে সেটি অমান্য করে শূন্যরেখা বরাবর ভারতের কোচবিহার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় নির্মাণকাজ শুরু করেন কয়েকজন নির্মাণশ্রমিক।

এ সংবাদ পেয়েই তাৎক্ষণিকভাবে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। বিজিবি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিএসএফের সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। পরে মালামালও ভারতের ভেতরে নিয়ে যান তাঁরা।

এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, শূন্যরেখায় বিএসএফ সদস্যদের সহায়তায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেবে না বিজিবি। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাটগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির প্রতিবাদ

আপডেট সময় : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, তাঁদের প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণশ্রমিকেরা সেখান থেকে চলে গেছেন।

গতকাল বুধবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল দীন।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই সীমান্তের প্রধান পিলার ৮/৫১ নম্বরের উপপিলার লাগোয়া ভারতের ৬০ গজ ভেতরে শূন্যরেখা বরাবর সীমান্তে কাঁটাতারের বেড়া ও সড়কবাতি স্থাপনের কাজ শুরু করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড় শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। তবে সেটি অমান্য করে শূন্যরেখা বরাবর ভারতের কোচবিহার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় নির্মাণকাজ শুরু করেন কয়েকজন নির্মাণশ্রমিক।

এ সংবাদ পেয়েই তাৎক্ষণিকভাবে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। বিজিবি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিএসএফের সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। পরে মালামালও ভারতের ভেতরে নিয়ে যান তাঁরা।

এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, শূন্যরেখায় বিএসএফ সদস্যদের সহায়তায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেবে না বিজিবি। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।