ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ, শেখ হাসিনাসহ আসামি ৩৯৫

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 14
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেন নামে এক রাজমিস্ত্রীকে হত্যার সাত মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) মো, শরিফ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ ভালুকার সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুসহ ২৪৫ জন ও অজ্ঞাত ১৫০ জনসহ মোট ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে ভাড়া বাসায় থেকে রাজমিন্ত্রীর কাজ করতেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের রাস্তায় ছাত্র-জনতা, শ্রমিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাস্টারবাড়ী শুটকি ও কাঁচামাল মহলের সামনে পৌঁছা মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাত্রজনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এ সময় তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

13 − 3 =

রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ, শেখ হাসিনাসহ আসামি ৩৯৫

আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেন নামে এক রাজমিস্ত্রীকে হত্যার সাত মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) মো, শরিফ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ ভালুকার সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুসহ ২৪৫ জন ও অজ্ঞাত ১৫০ জনসহ মোট ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে ভাড়া বাসায় থেকে রাজমিন্ত্রীর কাজ করতেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের রাস্তায় ছাত্র-জনতা, শ্রমিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাস্টারবাড়ী শুটকি ও কাঁচামাল মহলের সামনে পৌঁছা মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাত্রজনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এ সময় তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান।