ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 4
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৪ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সম্প্রতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এ ছাড়াও সম্প্রতি তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নেয়। বুধবার সকালে কুমিল্লা আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

sixteen − 8 =

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৪ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সম্প্রতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এ ছাড়াও সম্প্রতি তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নেয়। বুধবার সকালে কুমিল্লা আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।