ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা প্রদীপ রায় গ্রেপ্তার

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায় সিলেট শহরে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের ‘লন্ডনি রোড’ এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বিএনপির কর্মীরা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনর রশিদ।

জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রদীপ রায়। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রয়াত সংসদ সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ঘনিষ্টজন ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায়। তার ছোট ভাই বিশ্বজিৎ রায় ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ১৭ জানুয়ারি দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন মৃত্যুর ঘটনায় মামলার আসামি ছিলেন প্রদীপ রায়। তবে পুলিশের অভিযোগপত্রে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে একজন খুনের ঘটনায় মামলায়ও তাকে আসামি করা হয়েছিল। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রদীপ রায় নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিত ছিলেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার ছোট ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই বিশ্বজিৎ রায় আত্মগোপনে ছিলেন। তার অবস্থান জেনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

eighteen + thirteen =

ট্যাগস :

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা প্রদীপ রায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায় সিলেট শহরে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের ‘লন্ডনি রোড’ এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বিএনপির কর্মীরা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনর রশিদ।

জানা যায়, গেল বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রদীপ রায়। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রয়াত সংসদ সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ঘনিষ্টজন ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায়। তার ছোট ভাই বিশ্বজিৎ রায় ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ১৭ জানুয়ারি দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন মৃত্যুর ঘটনায় মামলার আসামি ছিলেন প্রদীপ রায়। তবে পুলিশের অভিযোগপত্রে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে একজন খুনের ঘটনায় মামলায়ও তাকে আসামি করা হয়েছিল। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রদীপ রায় নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিত ছিলেন। গেল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার ছোট ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই বিশ্বজিৎ রায় আত্মগোপনে ছিলেন। তার অবস্থান জেনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।