সেনবাগ থানার আসামি মিজান হলেন কোতোয়ালি থানার ওসি!

- আপডেট সময় : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 4
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে প্রশাসনের ভেতরে-বাইরে। তবে বিষয়টি না জেনে মিজানুর রহমানকে পদায়নের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ‘ক্রসফায়ার’-এর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ২০২৪ সালের ১৮ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু। এতে প্রধান আসামি করা হয় সদ্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় যোগদাকৃত ওসি মিজানুর রহমানকে। এর আগে, তিনি ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে কর্মরত ছিলেন। গত ১৯ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্বাক্ষরিত এক আদেশে তিনি কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন।
মঙ্গলবার (২০ মে) ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি প্রকাশ্যে এলে তিনি সাতদিনের ছুটিতে চলে যান।
সেনবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় ওসি মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ।
এনিয়ে ওসি মিজানুর রহমানের সাথে তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। তবে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গত সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান স্যার যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি সাতদিনের ছুটিতে চলে যান। এর চাইতে আমি বেশি কিছু জানি না।
দায় এড়িয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে সেটি আমার জানা ছিল না। তা জানাজানি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়ন করা হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের সাবেক পিপি অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেন, বিভাগীয় শহরের একটি গুরুত্বপূর্ণ থানায় মামলার আসামিকে ওসি হিসেবে পদায়ন করা কোন ভাবেই ঠিক হয়নি। বর্তমান প্রেক্ষাপটে পুলিশের এমন ভূমিকা প্রশ্নবিদ্ধ।