১৩ মামলার আসামি ডাকাত রবিন গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

- আপডেট সময় : ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 57
লক্ষ্মীপুরের রামগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১৩ মামলার আসামি রবিন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে গুলি লোড করা একটি চাইনিজ পিস্তল উদ্ধার করা হয়। অভিযানের সময় আত্মরক্ষার্থে চালানো পুলিশ গুলিতে রবিন আহত হয়।
রবিন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাও গ্রামের শামছুন নুর পাটোয়ারীর ছেলে।
থানা পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুসকে গুলি করার চেষ্টা করে রবিনসহ তার সহযোগীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ রবিনের সহযোগী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। তবে রবিন পালিয়ে যায়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোনায়াভুক্ত হয়ে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে রাখালিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। তার কাছে গুলি লোড করা চাইনিজ পিস্তল ছিল। সে পুলিশকে গুলি করার চেষ্টা করে। এতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। তার কাছে থাকা গুলিলোড করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।’
সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, ‘সম্প্রতি এক ছাত্রদল নেতাকে গুলি করার চেষ্টার পর থেকে আমরা রবিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখি। এরমধ্যে সে কয়েকদিন ঢাকায় ছিল। ঢাকা থেকে রায়পুরের রাখালিয়া বাজার এলাকায় এসে সে আত্মগোপনে ছিল। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে তার পায়ে লাগে। তার কাছ থেকে লোড করা পিস্তল উদ্ধার করা হয়েছে।’