ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, আটক ৪

অপরাধ দৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 67
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) না‌মে এক ব্যবসায়ী‌কে ডে‌কে এনে হাত-পা বেঁ‌ধে মা‌টিতে পুঁতে হত্যাচেষ্টার সময় ৪ জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন।

বিজ্ঞাপন
জানা যায়, আহত অবস্থায় ওই ব্যবসায়ী‌কে চি‌কিৎসার জন্য বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়। আহত আলম শেখ ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে। বর্তমা‌নে তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হ‌লেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপু‌রের মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চি এলাকার আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, টঙ্গী চেরাগআলীর ব্যবসায়ী আলম শেখ রাজবাড়ী সদ‌রের ইটভাটা শ্রমিক ফরহাদ মন্ড‌লের কা‌ছে কিছু টাকা পা‌বে। তা নি‌তে আসার পর বা‌লিয়াকা‌ন্দির জামালপুর থেকে ফরহা‌দের স্ত্রী তা‌কে রি‌সিভ ক‌রে ভীমনগর নি‌য়ে আসে। আর এদি‌কে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান কর‌ছি‌ল। যখন ওই ব্যবসায়ী আসেন, তখন তা‌কে এক‌টি পরিত্যক্ত ইটভাটায় নি‌য়ে হাত-পা বেঁ‌ধে মা‌টি চাপা দি‌য়ে হত্যার চেষ্টা ক‌রে অভিযুক্তরা। এ সময় তার চিৎকা‌রে স্থানীয়রা এগি‌য়ে এসে ৪ জন‌কে আটক করে গণ‌পিটুনি দেয় এবং ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে পাঠায়। এসময় আরও ক‌য়েকজন হামলাকারী পা‌লি‌য়ে‌ যায়।

তি‌নি আরও ব‌লেন, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়ার পাশাপা‌শি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

14 − 12 =

রাজবাড়ীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, আটক ৪

আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) না‌মে এক ব্যবসায়ী‌কে ডে‌কে এনে হাত-পা বেঁ‌ধে মা‌টিতে পুঁতে হত্যাচেষ্টার সময় ৪ জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন।

বিজ্ঞাপন
জানা যায়, আহত অবস্থায় ওই ব্যবসায়ী‌কে চি‌কিৎসার জন্য বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়। আহত আলম শেখ ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে। বর্তমা‌নে তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হ‌লেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপু‌রের মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চি এলাকার আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, টঙ্গী চেরাগআলীর ব্যবসায়ী আলম শেখ রাজবাড়ী সদ‌রের ইটভাটা শ্রমিক ফরহাদ মন্ড‌লের কা‌ছে কিছু টাকা পা‌বে। তা নি‌তে আসার পর বা‌লিয়াকা‌ন্দির জামালপুর থেকে ফরহা‌দের স্ত্রী তা‌কে রি‌সিভ ক‌রে ভীমনগর নি‌য়ে আসে। আর এদি‌কে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান কর‌ছি‌ল। যখন ওই ব্যবসায়ী আসেন, তখন তা‌কে এক‌টি পরিত্যক্ত ইটভাটায় নি‌য়ে হাত-পা বেঁ‌ধে মা‌টি চাপা দি‌য়ে হত্যার চেষ্টা ক‌রে অভিযুক্তরা। এ সময় তার চিৎকা‌রে স্থানীয়রা এগি‌য়ে এসে ৪ জন‌কে আটক করে গণ‌পিটুনি দেয় এবং ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে পাঠায়। এসময় আরও ক‌য়েকজন হামলাকারী পা‌লি‌য়ে‌ যায়।

তি‌নি আরও ব‌লেন, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়ার পাশাপা‌শি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।